‘পর্তুগাল জাতীয় দলে’ ডাক পেলেন রোনালদোর ছেলে

‘পর্তুগাল জাতীয় দলে’ ডাক পেলেন রোনালদোর ছেলে

বাবার পথেই হাঁটছেন ছেলে। ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র প্রথমবারের মতো ডাক পেয়েছেন পর্তুগালের অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে।

অক্টোবরের ৩০ তারিখ থেকে ৪ নভেম্বর পর্যন্ত তুরস্কে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট। সেই প্রতিযোগিতার জন্য কোচ ফিলিপে রামোস ২২ জন ফুটবলারকে দলে ডেকেছেন, যার মধ্যে রয়েছেন রোনালদো জুনিয়রও।

বর্তমানে রোনালদো জুনিয়র সৌদি ক্লাব আল নাসরের বয়সভিত্তিক দলে খেলেন। ঠিক বাবার মতোই খেলেন বাম প্রান্তে। গত সেপ্টেম্বরে অনূর্ধ্ব-১৫ আল নাসর দলের হয়ে তার একটি ফ্রি-কিক গোল ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

বাবা রোনালদো ছেলের প্রতিভা নিয়ে অনেকবারই কথা বলেছেন। তিনি জানান, ‘দেখা যাক, ও বড় খেলোয়াড় হয় কি না। এখনো নয়। কখনো কখনো ও কোক পান করে, ফ্রেঞ্চ ফ্রাই খায়; তখন আমি রেগে যাই। আমি ওকে বলি ট্রেডমিলে উঠতে আর ঠান্ডা পানিতে গোসল করতে, তখন সে বলে: বাবা, পানি তো অনেক ঠান্ডা। এটা স্বাভাবিক, ও এখনো ছোট। ওর গতি ভালো, ড্রিবলিং ভালো, কিন্তু তাতেই হবে না। বড় খেলোয়াড় হতে কঠোর পরিশ্রম ও নিবেদন লাগে।

তিনি আরও যোগ করেন, ‘আমি ওর ওপর কোনো চাপ দিতে চাই না। ও ফুটবলার হোক বা ডাক্তার, আমি চাই সে যেটাই হোক না কেন, সেরাটাই করুক। ’

দুই বছর আগে গ্লোবাল সকার অ্যাওয়ার্ডসে রোনালদো মজা করে বলেছিলেন, ‘আমি ওর সঙ্গে ঝগড়া করি কারণ সে কখনো কোকাকোলা আর ফান্টা খায়, আমি তাতে রেগে যাই। সে চিপস, ফ্রেঞ্চ ফ্রাই খেলে আমি চটে যাই। এমনকি ছোট ছেলেমেয়েরাও যখন চকলেট খায়, তখনও তারা আমার দিকে তাকায়। কারণ ওরা জানে আমি পছন্দ করি না!’

আরইউ

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin