প্রথম নির্মাণেই এক ডজন পুরস্কার!

প্রথম নির্মাণেই এক ডজন পুরস্কার!

তরুণ নির্মাতা ও অন্যতম সিনেমাটোগ্রাফার সাহিল রনি তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মানুষ’-এর জন্য আবারও সম্মাননা অর্জন করলেন। এ নিয়ে পূর্ণ হলো এক ডজনের কোটা।

সম্প্রতি তিনি ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস-২০২৫’-এ শ্রেষ্ঠ পরিচালক (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) হিসাবে পুরস্কার লাভ করেন। এটি এই চলচ্চিত্রটির জন্য ১২তম অর্জন। অথচ এটি নির্মাতার প্রথম চলচ্চিত্র।

‘মানুষ’ (দ্য সোল) দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়ে আসছে। মানবতা ও মনস্তাত্ত্বিক দর্শনের ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি দেশ-বিদেশের জুরিদের মন জয় করে নিয়েছে।

সাহিল বলেন, ‘প্রথম নির্মাণেই এমন ধারাবাহিক সাফল্য নির্মাতা হিসেবেও আমাকে মুগ্ধ করেছে। আমি আরও নির্মাণ করতে চাই।’ jwARI.fetch( $( "#ari-image-jw69085e7e743bf" ) ); এর আগে চলচ্চিত্রটি ভারত, বাংলাদেশ এবং ইউরোপের বিভিন্ন সম্মানজনক উৎসবে পুরস্কৃত ও প্রদর্শিত হয়েছে। এর অন্যতম চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম।

সাহিল রনি মূলত একজন সিনেমাটোগ্রাফার হিসেবে সুপরিচিত। তিনি বর্তমানে চ্যানেল ওয়ানে এজিএম (ব্রডকাস্ট অপারেশন) পদে কর্মরত আছেন। এর পাশাপাশি তিনি ইউএনডিপি, আইএফআরসি, এডিবি এবং ন্যাশনাল জিওগ্রাফিক ইন্ডিয়া-এর মতো আন্তর্জাতিক সংস্থার সাথেও গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করেছেন। jwARI.fetch( $( "#ari-image-jw69085e7e743fc" ) );

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin