নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাত কারার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একসঙ্গে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। রবিবার (৯ নভেম্বর) বগুড়া, নারায়ণগঞ্জ ও ঢাকার চকবাজার এলাকায় এ অভিযান চালানো হয়েছে। এতে ৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ছয় মামলায় ৪ লাখ টাকা জরিমানাসহ মোট ৪ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে দোকান মালিক ও ব্যবসায়ীদের পলিথিন ব্যবহার বন্ধে সতর্ক এবং জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
এছাড়া, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী ঢাকার টিকাটুলি এলাকায় অভিযান চালিয়ে ছয়টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৬০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। যানবাহন চালকদের শব্দদূষণ নিয়ন্ত্রণে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে খুলনা, টিকাটুলি ও শ্যামলী এলাকায় নির্মাণসামগ্রী দ্বারা বায়ুদূষণ করায় তিনটি ভ্রাম্যমাণ আদালতে চারটি মামলায় মোট ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা এবং তাৎক্ষণিকভাবে বায়ুদূষণকারী সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদফতর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় আইন মেনে চলা ও সহযোগিতা দিতে সবাইকে আহ্বান জানানো হয়।