পরীক্ষামূলক ইলেক্ট্রনিক টোল কালেকশন চালু পদ্মা সেতুতে

পরীক্ষামূলক ইলেক্ট্রনিক টোল কালেকশন চালু পদ্মা সেতুতে

স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সিগঞ্জ:

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) নগদবিহীন ও নন-স্টপ টোল আদায়ের ব্যবস্থা চালু হয়।

সংশ্লিষ্টরা জানায়, এ ব্যবস্থায় আর টোল প্লাজায় গাড়ি থামাতে হবে না। নির্দিষ্ট ইটিসি লেন ব্যবহার করে নিবন্ধিত গাড়িগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে সেতু পার হতে পারবে। এ সময় ব্যবহারকারীর প্রিপেইড অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে। এই সেবা ব্যবহার করতে হলে প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ‘ট্যাপ’ অ্যাপের ‘ডি-টোল’ অপশনে গাড়ি নিবন্ধন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর ‘আরএফআইডি’ বুথে একবার যাচাই-বাছাই শেষ করলে ভবিষ্যতে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে গাড়িকে শনাক্ত করতে পারবে।

পদ্মা সেতুর সাইড ইঞ্জিনিয়ার আবু সাইদ জানান, প্রক্রিয়া সম্পন্ন হলে গাড়ি যেকোনো সময় নির্ধারিত লেন ব্যবহার করে নির্বিঘ্নে পারাপার হতে পারবে। ভবিষ্যতে আসছে আরওফাইন্যান্সিয়াল অ্যাপ প্রথম ধাপে শুধু টেপ অ্যাপের মাধ্যমে সেবা নেওয়া গেলেও শিগগিরই অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও যুক্ত হবে। ১০ থেকে ১৫ দিন এভাবে পরীক্ষামূলক কার্যক্রম চলবে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলে এটি পুরোপুরি চালু হবে।

এদিকে, স্বয়ংক্রিয় এ টোল ব্যবস্থা চালু হলে টোলপ্লাজায় যানজট কমবে এবং প্রতিদিনের হাজারো যাত্রীর সময় বাঁচবে বলে প্রত্যাশা সকলের। উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের সাড়ে তিন বছর পর এই অত্যাধুনিক ইটিসি সিস্টেম চালু হল।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin