প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ

প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্র-উপমন্ত্রী বেরিস একিনসি। মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতের সময় তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অংশীদারত্বের নতুন পথ অন্বেষণ নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র-উপমন্ত্রী একিনসি তার প্রতিনিধি দলের উষ্ণ আতিথেয়তা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘এটি আমার প্রথম বাংলাদেশ সফর।’’ রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগানের শুভেচ্ছাও জানান তিনি। পারস্পরিক সুবিধাজনক সময়ে প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান তিনি।

জবাবে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘অদূর ভবিষ্যতে তুরস্ক সফর করতে পেরে তিনি আনন্দিত হবেন।’’ দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে প্রফেসর ইউনূস বলেন, ‘‘আমরা আমাদের সম্পর্ককে আগের চেয়ে আরও উঁচুতে নিয়ে যেতে চাই। জুলাই অভ্যুত্থানের পর এটি একটি নতুন সূচনা এবং আমাদের দুই দেশ শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তির মতো অনেক ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে।’’

প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবের সময় আহত সাত বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান।

উপমন্ত্রী একিনসি বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় তুরস্কের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘‘তুরস্ক সর্বদা শিক্ষাকে উৎসাহিত করে এবং বৃত্তি প্রদান করে, পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদী বিনিময় প্রোগ্রাম— যা শিক্ষার্থীদের উপকার করে।’’

সভায় সিনিয়র সচিব ও এসডিজি কো-অর্ডিনেটর লামিয়া মোর্শেদ, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক এবং পূর্ব ইউরোপ ও সিআইএস শাখার মহাপরিচালক মো.  মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin