প্রবীণরা সমাজের বোঝা নন: প্রধান উপদেষ্টা

প্রবীণরা সমাজের বোঝা নন: প্রধান উপদেষ্টা

প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য দিক-নির্দেশনা উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবীণরা কোনো সমাজের বোঝা নন।  

মঙ্গলবার (৭ অক্টোবর) ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, প্রবীণরা কোনো সমাজের বোঝা নন, তারা হলেন জীবন্ত ইতিহাস। তাদের জ্ঞান ও অভিজ্ঞতায় নিহিত রয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য দিক-নির্দেশনা।  

তিনি বলেন, আমরা স্বপ্ন দেখি একটি দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার, যেখানে প্রতিটি মানুষের কর্ম ও মর্যাদা নিশ্চিত হবে। এই স্বপ্নপূরণে আমাদের প্রবীণরাই হতে পারেন অন্যতম চালিকাশক্তি। তাদের অভিজ্ঞতা আমাদের সংকটে নতুন পথ দেখাবে, তাদের দিক-নির্দেশনা তরুণদের করবে আত্মবিশ্বাসী।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে চলেছি তা বাস্তবায়নে প্রবীণদের অন্তর্দৃষ্টি ও কর্মদক্ষতাকে আমাদের কাজে লাগাতে হবে।

তিনি বলেন, প্রবীণরা যেন বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সামাজিক সমস্যাগুলোর সমাধানে কাজ করতে পারেন, সে পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রবীণদের জন্য একটি আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ তৈরি করে দিতে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অধ্যাপক ইউনূস বলেন, আসুন, আজকের এদিনে আমরা প্রবীণদের আমাদের সমৃদ্ধ ভবিষ্যতের সক্রিয় অংশীদার হিসেবে বরণ করে নেই। গড়ে তুলি এমন এক পৃথিবী, যেখানে প্রতিটি মানুষ তার সর্বোচ্চ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মানিত ও পরিপূর্ণ জীবনযাপন করবে।

এমইউএম/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin