লা লিগার শীর্ষে নিজেদের ব্যবধান চার পয়েন্টে নিয়ে গেছে বার্সেলোনা। এই ব্যবধান বাড়ানোর পথে তারা অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩–১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে।
গত অক্টোবরে এল ক্লাসিকোতে ২–১ গোলে হারের পর রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। কিন্তু টানা পাঁচ ম্যাচ পরে এক ম্যাচ বেশি খেলেও এখন তাদের হাতে আছে শীর্ষে থাকার বাড়তি সুযোগ। অন্যদিকে রিয়াল মাদ্রিদ বুধবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে।
১৯ মিনিটে বার্সার হাই ডিফেন্স লাইনের ফাঁক গলে লং পাস থেকে বল পেয়ে বার্সা গোলকিপার হোয়ান গার্সিয়াকে পরাস্ত করেন বায়েনা। সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললেও ভিএআর যাচাই শেষে গোলটি বৈধ ঘোষণা করা হয়। এর মাত্র সাত মিনিট পর হান্সি ফ্লিকের দলের সমতায় ফেরার নায়ক হয়ে যান রাফিনহা। পেদ্রির নিখুঁত থ্রু–বল পেয়ে ইয়ান অবলাককে কাটিয়ে ফাঁকা পোস্টে বল জড়ান ব্রাজিলিয়ান তারকা।
প্রথমার্ধের বাকি সময়টা প্রায় একচেটিয়া দাপট দেখায় বার্সা। পাবলো বারিওসের ফাউলে পেনাল্টিও পায় তারা, কিন্তু রবার্ট লেভানডোভস্কি বল ক্রসবারের অনেক ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন।
দ্বিতীয়ার্ধে খেলা আরও জমজমাট হয়ে ওঠে। লামিনে ইয়ামালের দারুণ ড্রিবলিংয়ের পর বল পেয়ে নিচু শটে ওলমো বার্সাকে ২–১ ব্যবধানে এগিয়ে নেন।
সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়ে গোল করতে ব্যর্থ হয় দিয়েগো সিমিওনের দলও। ফাঁকা পোস্টে লক্ষ্যভ্রষ্ট হন থিয়াগো আলমাদা। এরপর আলেহান্দ্রো বালদের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে কাছ থেকে গোল করে স্কোর ৩-১ করেন ফেরান তোরেস।