পাঠাও-এর ১০ বছর উদযাপন আরও বড় হলো পার্টনার অফারের সঙ্গে

পাঠাও-এর ১০ বছর উদযাপন আরও বড় হলো পার্টনার অফারের সঙ্গে

পাঠাও-এর ১০ম বার্ষিকী উদযাপন, ‘10 Years of Growing with You’, দেশের কোটি কোটি মানুষকে আনন্দিত করছে। এই দশ বছরের যাত্রা উদযাপন করছে প্রযুক্তি ও কমিউনিটির সংযোগের মাধ্যমে।

৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলমান এ ক্যাম্পেইনটি পাঠাও-এর ২০১৫ সালের ভিশন থেকে শুরু করে বাংলাদেশে প্রথম সুপার অ্যাপ হওয়া পর্যন্ত যাত্রার স্বীকৃতি, যা ইউজার, রাইডার, মার্চেন্ট ও পার্টনারদের একত্রিত করেছে একটি ডিজিটাল ইকোসিস্টেমে।

উদযাপনের অংশ হিসেবে পাঠাও চালু করেছে আইফোন ১৭ প্রো ম্যাক্স গিভঅ্যাওয়ে, যা চলবে ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত। প্রতিটি বাইক রাইড, কার রাইড, ইন্টারসিটি কার রাইড বা ফুড অর্ডার-এর মাধ্যমে ইউজাররা ১টি করে পয়েন্ট পাবেন, যা তাদের গ্র্যান্ড প্রাইজ জেতার সম্ভাবনা বাড়াবে।

এছাড়া শুরু হয়েছে ট্রেজার হান্ট, যেখানে Oraimo থেকে আছে মোট ৫,০০,০০০ টাকার পুরস্কার। ইতোমধ্যে, হাজারো ইউজাররা ইন-অ্যাপে হিন্ট সমাধান করে খুঁজে পেয়েছেন হিডেন পুরস্কার। পাশাপাশি ১৫ অক্টোবর থেকে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশন শুরু হয়েছে।

উদযাপনকে আরও আকর্ষণীয় করতে, পাঠাও-এর ৯টি টপ পার্টনার, ইউজারদের জন্য ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত নিয়ে এসেছে আকর্ষণীয় অফার-

১। Banglalink: পাঠাও ইউজারদের জন্য স্পেশাল ডাটা প্যাক, পাশাপাশি Orange Club সদস্যদের জন্য স্বাস্থ্যসেবায় ৪০% পর্যন্ত ডিসকাউন্ট।

২। Courtside: সকল কেনাকাটায় ১০% ইন-স্টোর ডিসকাউন্ট।

৩। Mana Bay: পাঠাও ইউজারদের জন্য আছে এক্সক্লুসিভ Buy 1 Get 1 অফার! অফারটি পেতে পাঠাও অ্যাপ দেখাতে হবে টিকিট কাউন্টারে।

৪। Motion View: সকল প্রোডাক্টে ১৫% ফ্ল্যাট ডিসকাউন্ট। প্রোমো কোড ‘pathao10’ ব্যবহার করে অনলাইন কেনাকাটায়, অথবা পাঠাও অ্যাপ দেখিয়ে অফলাইন স্টোর থেকেও ডিসকাউন্ট পাওয়া যাবে।

৫। ShareTrip: ২০,০০০ টাকার বেশি ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট বুকিংয়ে ২,০০০ টাকা ডিসকাউন্ট! অ্যাপ বা ওয়েবসাইটে বুকিং করার সময় প্রোমো কোড ‘PATHAO10’ ব্যবহার করুন।

৬। Shwapno: অনলাইন কেনাকাটায় ১০% ছাড় (সর্বোচ্চ ৫০০ টাকা)। প্রোমো কোড: ‘shwapnopathao’.

৭। Sumash Tech: ১০% ডিসকাউন্ট (সর্বোচ্চ ৬০০ টাকা) প্রোমো কোড ‘ST10SAVE’ ব্যবহার করে অনলাইন কেনাকাটায়, অথবা পাঠাও অ্যাপ দেখিয়ে অফলাইন স্টোর থেকেও ডিসকাউন্ট পাওয়া যাবে।   ৮ ও ৯। Robi এবং Skitto-ও যুক্ত হয়েছে এই উদযাপনে।

পাঠাও-এর জনপ্রিয় ‘দশে ১০ Quiz’ ইউজারদের জন্য আনন্দ ও পুরস্কার নিয়ে এসেছে, যেখানে পার্টিসিপেন্টস পাবেন সর্বমোট এক লাখ টাকা পর্যন্ত সমমূল্যের পুরস্কার। এছাড়া Wish পাঠাও দেশের বিভিন্ন জায়গায় ১০টি ইউজার ও ১০টি পাঠাও হিরোর ইচ্ছা পূরণ করছে। উইশ পাঠানো যাবে সোশ্যাল মিডিয়া, কুরিয়ার হাব বা ইন-অ্যাপ কার্ডের মাধ্যমে। বিজয়ীদের নাম ঘোষণা হবে Wish Fulfillment Ceremony-তে।

ক্যাম্পেইনজুড়ে পাঠাও ইউজাররা উপভোগ করতে পারবেন বাইক, কার, ফুড ও ইন্টারসিটি রাইডে সর্বমোট ১,৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, সাথে পাঠাও পে-এর মাধ্যমে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ‘10 Years of Growing with You’ উদযাপন করে এক দশকের সংযোগ ও সমৃদ্ধির গল্প, এবং পাঠাও-কে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির প্রতীক হিসেবে তুলে ধরছে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

আরআইএস

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন Banglanews24 | কর্পোরেট কর্নার

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠ...

Sep 25, 2025
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন Banglanews24 | কর্পোরেট কর্নার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের প্র...

Sep 13, 2025

More from this User

View all posts by admin