পাকিস্তানের পর ইংল্যান্ডের বিপক্ষেও কি চলবে ‘মারুফা ম্যাজিক’?

পাকিস্তানের পর ইংল্যান্ডের বিপক্ষেও কি চলবে ‘মারুফা ম্যাজিক’?

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে তরুণ পেসার মারুফা আক্তার যেন নতুন করে বিশ্বকে নিজের আগমনী বার্তা দিলেন।

ম্যাচের প্রথম ওভারেই তিনি পাকিস্তানের সেরা দুই ব্যাটার ওমাইমা সোহেল এবং ইনফর্ম সিদরা আমিনকে সাজঘরে ফেরান।

যে দেশে ঐতিহ্যগতভাবে স্পিনারদের দাপট বেশি, সেখানে মারুফার মতো সুইং এবং গতি দিয়ে স্টাম্প ভাঙা পেসার এক বিরল সম্পদ। গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও তা স্বীকার করে নিলেন।

মারুফা কি বাংলাদেশের ইতিহাসে সেরা নারী পেসার হওয়ার সম্ভাবনা রাখেন? এমন প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, ‘আমারও তাই মনে হয়। অতীতে আমাদের বেশ কিছু ভালো পেসার ছিলেন, কিন্তু মারুফা আক্তার যে ধরনের সুযোগ-সুবিধা (এক্সপোজার) পাচ্ছে, তা অতীতে আর কেউ পায়নি। ’

তবে প্রথম ম্যাচে ম্যাচসেরা (২/৩১) হওয়ার পর মারুফাকে নিয়ে যে প্রশংসা চলছে, তাতে তরুণ এই খেলোয়াড় যেন আত্মহারা না হন, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখছেন অধিনায়ক। তিনি বলেন, ‘আমি মনে করি, এই মুহূর্তে তার উচিত বিশ্বকাপ নিয়ে পুরোপুরি মনোযোগী থাকা। তার চারপাশে যা-ই ঘটুক না কেন, তা যেন ওর পারফরম্যান্সে প্রভাব না ফেলে। ’

তিনি আরও যোগ করেন, ‘ওর উচিত শুধু নিজেকে নিয়ে ভাবা এবং পরবর্তী ম্যাচগুলোর জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করা যায় ও দলের জন্য পারফর্ম করা যায়, সেদিকেই মনোযোগ দেওয়া। ’

আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

টুর্নামেন্টে উড়ন্ত সূচনার পর বাংলাদেশ আজ (৭ অক্টোবর) গুয়াহাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। কলম্বোয় দুর্দান্ত জয়ের পর উইনিং কম্বিনেশন ভাঙার তেমন কোনো কারণ না থাকলেও, কন্ডিশন এবং প্রতিপক্ষের কথা মাথায় রেখে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা।

তিনি বলেন, ‘আমরা এটা নিয়ে খুব বেশি ভাবছি না, তবে একাদশে অবশ্যই পরিবর্তন আসতে পারে, কারণ ওদের দলে অনেক ডানহাতি ব্যাটার আছে। ’

জ্যোতি আরও বলেন, ‘ম্যানেজমেন্ট হয়তো ভাববে আগামীকালের (আজকের) জন্য সেরা একাদশ কী হতে পারে। শেষ ম্যাচের পারফরম্যান্সের পর আপনি সবসময় একই একাদশ নিয়ে মাঠে নামতে চাইবেন। কিন্তু এটা নির্ভর করে পরিস্থিতি এবং উইকেটের ওপর। যদি আমাদের একজন অতিরিক্ত স্পিনার প্রয়োজন হয়, আমরা তাকে দলে নেব। আবার যদি একজন বাড়তি সিমার দরকার হয়, তবে তাকেই নেওয়া হবে। ’

উল্লেখ্য, ইংল্যান্ডও তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে।

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin