পাকিস্তানের বোমা বিস্ফোরণে নিহত ১০, আহত ৩২

পাকিস্তানের বোমা বিস্ফোরণে নিহত ১০, আহত ৩২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কোর (এফসি) সদর দফতরের কাছে একটি ব্যস্ত সড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যস্ত একটি সড়কে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার বলেন,

‘বিস্ফোরণে আহতদের সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।’

ভিল লাইনস থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) আমিন জাফর জানান,

‘বিস্ফোরণের পর আটটি মৃতদেহ সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়। তবে, বাকি দুইজনের মরদেহ এখনও পাওয়া যায়নি।’

কোয়েটার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মোহাম্মদ বালুচ বলেন,

‘বিস্ফোরণটি ঘটে যখন একটি গাড়ি মডেল টাউন থেকে ঘুরে হালি রোডের দিকে যাচ্ছিল, যেটি এফসি সদর দফতরের খুব কাছেই।’

টেলিভিশন এবং সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের মুহূর্তে রাস্তার যানবাহন চলাচল করছিলো।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানান।

তিনি এক্সে দেয়া বিবৃতিতে বলেন,

‘ঘটনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানায় এবং চারজন সন্ত্রাসীকে হত্যা করে।’

তিনি আরও বলেন,

‘কাপুরুষোচিত হামলার মাধ্যমে সন্ত্রাসীরা পাকিস্তানের জনগণের মনোবল দুর্বল করতে পারবে না। জনগণ ও নিরাপত্তা বাহিনীর ত্যাগ বৃথা যাবে না। আমরা বেলুচিস্তানকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শহিদদের পরিবারদের প্রতি সহমর্মিতা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’

/এআই

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin