পাকিস্তানে আদালত প্রাঙ্গনে এক বিস্ফোরণে অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দেশটির রাজধানী ইসলামাবাদে ওই বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের এক মুখপাত্র। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে বিস্ফোরকের প্রকৃতি এবং খুঁটিনাটি জানতে আরও সময় প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইসলামাবাদ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে ওই বিস্ফোরণ ঘটে। সেখানে সাধারণত বহু মানুষের সমাগম হয়।
ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর রক্তাক্ত নিথর দেহ সেখানে এক পুলিশে ভ্যানের কাছে পড়ে রয়েছে। অবশ্য ভিডিওর যথার্থতা রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ওই পুলিশ কর্মকর্তা বলেছেন, বিস্ফোরকের ধরন বুঝতে আমরা তদন্ত করছি। আমাদের কাছে সব এখনও স্পষ্ট নয়। ফরেনসিক প্রতিবেদনের পর আমরা আরও বিস্তারিত তথ্য জানাতে পারব।