পাবনায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

পাবনায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

পাবনার ভাঙ্গুরায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে, ভাঙ্গুরা রেল স্টেশনের কাছাকাছি একটি লেভেল ক্রসিংয়ে পঞ্চগড়গামী ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।

তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর পরই ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে তাদের কাজ শুরু করেছে। দ্রুতই চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে, চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ট্রেনে পূজার ছুটিতে বাড়ির উদ্দেশ্যে যাওয়া অসংখ্য যাত্রী রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসে। ভোর সাড়ে চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।

/এএস

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin