পাবনায় সংঘর্ষে সেই অস্ত্রধারী যুবক জামায়াতের কর্মী: পুলিশ

পাবনায় সংঘর্ষে সেই অস্ত্রধারী যুবক জামায়াতের কর্মী: পুলিশ

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় এক যুবক অস্ত্র হাতে গুলি ছুড়ছেন—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েলে বিএনপি নেতা–কর্মীরা দাবি করেন, অস্ত্রধারী ওই যুবক জামায়াত–শিবিরের কর্মী। অন্যদিকে জামায়াত নেতাদের দাবি, তিনি বিএনপির কর্মী।

তবে ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, ওই যুবক তুষার মণ্ডল—সে ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে এবং জামায়াতের কর্মী।

সংঘর্ষের ঘটনায় শনিবার (২৯ নভেম্বর) দুই পক্ষই পৃথক দুটি মামলা করেছে। বিএনপির মামলায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে। 

অপরদিকে জামায়াতের মামলায় ৩৯ জনকে নামীয় আসামি করা হয়, সঙ্গে অজ্ঞাত আরও ১৫০ জন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বিএনপি তাদের মামলায় পাবনা-৪ আসনের জামায়াত-সমর্থিত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলকে প্রধান আসামি করেছে। অপরদিকে জামায়াতের মামলায় প্রধান আসামি করা হয়েছে সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধা ওরফে মক্কেল কসাইকে।

ওসি আ স ম আব্দুন নূর বলেন, “উভয়পক্ষই মামলা করেছে। আমরা নিরপেক্ষ তদন্ত করছি।”

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin