পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ এলাকায় আটটি কুকুরছানা হত্যার ঘটনায় প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে এই মামলা দায়ের করেন বলে পুলিশ জানিয়েছে।
থানা সূত্রে জানা গেছে, স্থানীয় এক নারীর বিরুদ্ধে অভিযোগ—মা কুকুরের অনুপস্থিতির সুযোগে তিনি জন্মানো কুকুরছানাগুলোকে একটি বস্তায় ভরে নিকটস্থ পুকুরে ফেলে দেন। এতে সব কুকুরছানাই মারা যায়। ঘটনার ভিডিও স্থানীয়দের মাধ্যমে প্রাণিসম্পদ অধিদপ্তরের নজরে এলে মহাপরিচালকের নির্দেশে প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর ৭ ধারায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, “মামলাটি গ্রহণ করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত হিসেবে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি বেগমের নাম উল্লেখ করা হয়েছে।”