অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে স্বর্ণসহ ৪ পদক অর্জন বাংলাদেশের

অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে স্বর্ণসহ ৪ পদক অর্জন বাংলাদেশের

রাশিয়ার সোচিতে ‘ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড’র এবারের আসরে স্বর্ণপদকসহ একাধিক পদক জিতেছে বাংলাদেশের শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিশ্বসাহিত্যকেন্দ্রের মিলনায়তনে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন থেকে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাশিয়ার সোচি শহরে চতুর্থ ওপেন ওয়াল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে সশরীর ও অনলাইন মিলিয়ে ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর অংশগ্রহণ করেছিল এই অলিম্পিয়াডের চতুর্থ আসর।

আয়োজক হিসেবে ছিল রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় এবং সিরিয়াস এডুকেশন সেন্টার। ২০তম বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বিজয়ীদের নিয়ে বাংলাদেশ দল গঠন করা হয়।

এই দলটি চতুর্থ ওপেন ওয়াল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ‘ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড’র এবারের আসরে স্বর্ণপদকসহ একাধিক পদক জিতেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। ছয় প্রতিযোগীর মধ্যে পাঁচ প্রতিযোগী বিভিন্ন পদকে ভূষিত হয়েছে। তারা হচ্ছে, বাংলাদেশ দলের হয়ে যশোরের পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. মখদুম আমিন ফাহিম স্বর্ণপদক অর্জন করেছে।

ঢাকার হিড ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেল শিক্ষার্থী সপ্তর্ষি রহমান ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাদিত রাইয়ান জিতেছে রৌপ্য পদক।

ব্রোঞ্জ পদক পেয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. জুবায়ের হোসেন জিসানের হাতে। এ ছাড়া খুলনার সাউথ হেরাল্ড ইংলিশ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সায়ন্তন রায় পেয়েছে সম্মানসূচক স্বীকৃতি।

আগের আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জন

২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২৩তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশ ব্রোঞ্জ পদক জিতেছে।

রাশিয়ায় অনুষ্ঠিত তৃতীয় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড-২০২৪ এ বাংলাদেশ রৌপ্য পদক জিতেছে।

বাংলাদেশে অনুষ্ঠিত ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড-২০২৪ এ বাংলাদেশ ব্রোঞ্জ পদক জিতেছে।

 ২০১০ এবং ২০১৪ সালে আন্তর্জাতিক অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স এ সম্মাননা পদক পেয়েছিল বাংলাদেশ।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন, কান্ট্রি কো অর্ডিনেটর রবিন ফকির এবং ‘শো অ্যান্ড টেল’র প্রধান নির্বাহী শাহপার আলম প্রমুখ।

আরকেআর/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin