অ্যান্ড্রু মিলারের সাক্ষাৎকার

অ্যান্ড্রু মিলারের সাক্ষাৎকার

বুকার প্রাইজ ২০২৫ এর সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া 'দ্য ল্যান্ড ইন উইন্টার' উপন্যাসের লেখক অ্যান্ড্রু মিলারের সাক্ষাৎকারটি প্রকাশ করেছে বুকার কর্তৃপক্ষ। মূল ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন শাহরিয়ার হিরাজ।প্রশ্ন: আমার বইটির পেছনের অনুপ্রেরণাউত্তর: মা ছোটোবেলায় আমাকে একটা গল্প বলেছিলেন। গল্পটা বহুদিন আমি ভুলতে পারিনি। গল্পটার মধ্যে একধরনের শক্ত আকাঙ্ক্ষা আমি টের পাই—এমন এক সময়ে পৌঁছানো যেখানে সমস্ত বাস্তব-অবাস্তব মিলেমিশে একাকার হয়ে আছে, একেবারে আমাদের স্মৃতির শেষ সীমানায় এর অবস্থান। এমন একটি উপন্যাস লিখতে চেয়েছিলাম—যেখানে এসব বৈশিষ্ট্য থাকবে, আরো থাকবে উপন্যাসের স্বাভাবিক আনন্দ, চলন আর গতি।প্রশ্ন: যে বই আমাকে পড়ার প্রেমে ফেলেছিলউত্তর: কিশোর-কিশোরীদের উদ্দেশ্য করে লেখা রোজমেরি সাটক্লিফের Eagle of The Ninth। তার লেখা অনেক বেশি ঝরঝরে, সহজ। তার সবথেকে বড় গুণ তিনি ইতিহাসকে এমনভাবে তুলে ধরতেন যেন তা জীবন্ত। সাটক্লিফের লেখায় মূলত আমাকে প্রাচীন কল্পগাথা নিয়ে ভাবতে আগ্রহী করে। এখনকার সময়ে সাটক্লিফকে কেউ পড়ে কিনা আমি জানি না। হয়ত বর্তমানে তার লেখা অনেকবেশি সেকেলে মনে হতে পারে, কিন্তু আমি তার লেখা অনেক বেশি ভালোবাসি।প্রশ্ন: যে বই লেখক হতে অনুপ্রাণিত করেছেউত্তর: ডি. এইচ. লরেন্সের The Rainbow। লরেন্স আমার কাছে একটা আবেগের নাম। কেউ যদি লরেন্সকে নিয়ে উলটাপালটা কিছু বলে, তাহলে হয়ত আমি মারামারি বাধিয়ে দিতে পারি! হার্ডির (ব্রিটিশ কবি ও ঔপন্যাসিক) মতো তিনিও নিখুঁত শৈলীতে প্রাণ-প্রকৃতি নিয়ে লিখেছিলেন। শিশুদের মন বোঝার ক্ষেত্রে তার মতো সংবেদনশীল লেখক বিরল। উপন্যাসে বর্ণিত পোলিশ নারীর প্রেমকাহিনীই মূলত আমাকে ভালোবাসা সম্পর্কে আমার ধারণাকে গড়ে তুলতে সাহায্য করেছে। তিনি লেখালেখিকে যেমন গুরুত্ব দিতেন, তেমনি গুরুত্ব দিতেন জীবনকেও। তিনি আরো বিশ্বাস করতেন ব্যক্তি ও সমাজ উভয়েরই নিজের ভেতরের সবচেয়ে জীবন্ত, সবচেয়ে অনুপ্রেরণামূলক অংশের সঙ্গে যুক্ত থাকা দরকার। সেই বন্ধন ছিঁড়ে গেলে ধ্বংস অনিবার্য।প্রশ্ন: যে বই পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেউত্তর: মারিয়া স্টেপানোভার In Memory of Memory সম্ভবত সাম্প্রতিক সময়ে আমার চিন্তাচেতনার পদ্ধতিকে প্রভাবিত করেছে। বইটি পড়ার পর আমি আরো বেশি বিচক্ষণ, মনোযোগী আর যত্ন সহকারে কাজ করতে শুরু করেছি।প্রশ্ন: যে বই আমার উপন্যাস ভাবনার পরিবর্তন করেছেউত্তর: জেমস সালটারের Light Years। বর্ণনা কৌশল বেশ সহজ-সরল। সিনেমার মতো নির্দিষ্ট কোনো কাঠামো এখানে নেই। একটা দৃশ্যের অবতারণা হয় আবার তা হারিয়ে যায়। সংলাপগুলোও স্রোতের মতো অবিরাম ধারাবাহিকভাবে চলতে থাকে। সালটার জানেন যত্ন করে লিখলে 

Comments

0 total

Be the first to comment.

No related posts.

More from this User

View all posts by admin