লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রামগঞ্জ উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকার রামগঞ্জ হাজীগঞ্জ সড়কের ব্রিকফিল্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হৃদয় ঘটনাস্থলেই মারা যান। আর আহতাবস্থায় নাজমুল হাসানকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে রেফার্ড করেন চিকিৎসক। নেওয়ার পথে কুমিল্লায় পৌঁছালে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টায় কাটাখালি থেকে রামগঞ্জে আসার পথে সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে হৃদয় ও নাজমুলকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজনই পাকা সড়কে ছিটকে পড়লে এ ঘটনা ঘটে।
রামগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। সিএনজি চালক ঘটনার পরপরই পলাতক রয়েছে।