অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু লুট

অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু লুট

সাভারের আশুলিয়ায় মহাসড়কে আটকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। পরে পাঁচটি গরু ও ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। রবিবার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, শনিবার রাতে বগুড়া থেকে ট্রাকযোগে ৩০টি গরু নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন এক ব্যবসায়ী। রাত ২টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকের গতিরোধ করে। এরপর ট্রাকের চালক ও গরু ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে ওই ব্যবসায়ী আশুলিয়া থানা পুলিশকে ঘটনাটি জানান।

ওসি আব্দুল হান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। রবিবার সকালে অভিযান চালিয়ে পাঁচটি গরু ও ট্রাকটি ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে কোনও ডাকাত সদস্যকে আটক করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin