অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। আমিরুল ইসলামের হ্যাটট্রিকের পরও অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে লাল সবুজ প্রতিনিধিদের।
চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণ স্টেডিয়ামে শনিবার প্রথম মিনিটে প্রথম গোল পায় অস্ট্রেলিয়া। আক্রমণ থেকে অলিভার উইল বাংলাদেশকে পিছিয়ে দেন। ১৪ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম স্কোর ১-১ করেন। ১৮ মিনিটে অস্ট্রেলিয়া আবারও এগিয়ে যায়। গ্রোবেলার ইয়ান পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন।
৪ মিনিট পর ব্রিক ডাইলান পেনাল্টি কর্নার থেকে দলকে তৃতীয় গোল উপহার দেন। ২৪ মিনিটে জ্যাকসন ডাইলান চতুর্থ গোল করে বাংলাদেশের সেই ব্যবধান আরও বাড়িয়ে দেন।
বিরতির পরও একই ধারায় খেলা চলতে থাকে। ৪২ মিনিটে বাংলাদেশ দ্বিতীয় গোল শোধ করে। আবারও পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম স্কোর ৪-২ করেন। ৬ মিনিট পর অস্ট্রেলিয়ার স্টেনজার ডেকিন আক্রমণ থেকে পঞ্চম গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখেন। ৫৯ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল করে ব্যবধান ৫-৩ করেন।
আগামীকাল আরেক শক্তিধর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।