ওয়াশিংটনে গুলিবিদ্ধ এক ন্যাশনাল গার্ড মারা গেছেন, অন্যজনের অবস্থা আশঙ্কাজনক

ওয়াশিংটনে গুলিবিদ্ধ এক ন্যাশনাল গার্ড মারা গেছেন, অন্যজনের অবস্থা আশঙ্কাজনক

হোয়াইট হাউজের কাছে এক হামলায় গুলিবিদ্ধ হওয়া দুই ন্যাশনাল গার্ডের একজন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মারা গেছেন। অন্যজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তদন্তকারীরা বলছেন, বুধবার ওই হামলা একজন আফগান নাগরিক চালিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে বাইডেন আমলের অভিবাসন যাচাই-ব্যবস্থার ব্যর্থতা হিসেবে উল্লেখ করে আশ্রয়প্রার্থীদের বিষয়ে ব্যাপক তদন্তের নির্দেশ দিয়েছেন।

সন্দেহভাজন ২৯ বছর বয়সি রহমানউল্লাহ লাকানওয়াল গাড়ি চালিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে দীর্ঘ পথ অতিক্রম করে এসে হোয়াইট হাউজের নিকটে টহলরত ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলা চালান।

ট্রাম্প বলেন, ২০ বছর বয়সি সারা বেকস্ট্রম মারা গেছেন এবং তার সহকর্মী ২৪ বছর বয়সি অ্যান্ড্রু উলফ “মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন”। বুধবারের গুলিবর্ষণের পর ঘটনাটি সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে কর্মকর্তারা জানান।

নিহত সদস্যের বাবা গ্যারি বেকস্ট্রম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আমার মেয়েটি আমাদের ছেড়ে স্বর্গে চলে গেছে। আমাদের পরিবার এক ভয়াবহ ট্র্যাজেডির মধ্যে পড়েছে।

পরে ট্রাম্প নিহতের বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানান।

থ্যাংকসগিভিং উপলক্ষ্যে মার্কিন সামরিক সদস্যদের সঙ্গে এক কলে ট্রাম্প বলেন, আমাদের রাজধানীতে গতকালকের সন্ত্রাসী হামলায় যে ভয়ংকর দৃশ্য তৈরি হয়েছে, যেখানে এক ‘নিষ্ঠুর দানব’ পশ্চিম ভার্জিনিয়ার ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করেছে—সেটি সমগ্র জাতিকে ব্যথিত করেছে।

এফবিআই একটি বিস্তৃত তদন্তের অংশ হিসেবে একাধিক স্থানে তল্লাশি চালায়। সন্দেহভাজনের সঙ্গে সংশ্লিষ্ট ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি বাড়িতেও তারা গিয়েছে। কর্মকর্তারা বলেন, অভিযুক্ত ব্যক্তি আফগানিস্তানে সিআইএ-সমর্থিত এক ইউনিটের সদস্য ছিলেন তিনি এবং ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসেন।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, ওই বাসা থেকে বহু ইলেকট্রনিক ডিভাইস—মোবাইল ফোন, ল্যাপটপ, আইপ্যাড—জব্দ করা হয়েছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ট্রাম্প বাইডেন প্রশাসনকে দোষারোপ করে বলেন, সন্দেহভাজন ব্যক্তি বাইডেন আমলে “অসংখ্য আফগান নাগরিককে যাচাই-বাছাই ছাড়াই” দেশে প্রবেশ করতে দিয়েছিল—যদিও তা প্রমাণ করার মতো তথ্য তিনি দেননি। তিনি বলেন, এ ঘটনাটি দেখায়, যুক্তরাষ্ট্রে কারা প্রবেশ করছে এবং থেকে যাচ্ছে—সেটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin