চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে হতাশাজনক হারের পর ঘুরে দাঁড়ানোর আশায় ছিল বার্সেলোনা। সেই লক্ষ্যে আলাভেসের বিপক্ষে শুরুতে পিছিয়ে পরেও লড়াই করে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। তাতে লা লিগায় টানা চতুর্থ ম্যাচ জিতেছে বার্সা।
জয়ের ফলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে আছে স্প্যানিশ জায়ান্টরা। যদিও জাবি আলোনসোর দলের হাতে আছে একটি বাড়তি ম্যাচ।
বার্সা ম্যাচের একদম প্রথম মিনিটে পাবলো ইবানেজের গোলে পিছিয়ে পড়ে। তাতে শঙ্কাও জাগে তাদের নিয়ে। কিন্তু বার্সা জবাব দেয় দ্রুতই। ৮ মিনিটে লামিনে ইয়ামালের গোলে সমতা ফেরায় তারা। তার পর ২৬ মিনিটে দানি ওলমোর দারুণ ফিনিশে ম্যাচের মোড়ও ঘুরে যায়।
সংস্কারের পর ক্যাম্প ন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বার্সেলোনাকে তিন পয়েন্ট সুরক্ষিত করতে দ্বিতীয়ার্ধের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ৯০+৩ মিনিটে তৃতীয় গোলটিও করেন ওলমো।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে স্বস্তির জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। জমজমাট লড়াইয়ে লিডসকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়েও পড়েও সমতা ফিরিয়েছিল লিডস। তাতে করে অপ্রত্যাশিতভাবে তিন পয়েন্ট পাওয়ার সম্ভাবনাও জাগিয়েছিল তারা। কিন্তু ম্যাচের প্রথম মিনিটে সিটির হয়ে গোল করা ফিল ফোডেনই শেষ মিনিটে পার্থক্য গড়ে দেন। স্কোর ৩-২ করেন তিনি। ম্যাচে যোগ করা ১০ মিনিটের সময় নিচু শটে জাল খুঁজে নেন ফোডেন। সিটির হয়ে ২৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেছিলেন গাভারদিওল।
গত সপ্তাহে নিউক্যাসল ও বায়ার লেভারকুসের কাছে টানা পরাজয়ের পর এই জয় সিটি শিবিরে স্বস্তি ফিরিয়েছে।