অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা

সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও প্রেসক্লাবে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

রোববার (১২ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।

এর আগে সরকার ঘোষিত বাড়ি ভাড়া বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ আখ্যা দিয়ে বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। পরে সোয়া দুইটা নাগাদ পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে তারা শহীদ মিনারের দিকে সরে আসেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট প্রেসক্লাবের সামনে থেকে সংগঠনটি বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল। পরবর্তীতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি, বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলন এবং ১২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

এফএইচ/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin