অবশেষে মুখ খুললেন দীপিকা

অবশেষে মুখ খুললেন দীপিকা

বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। চলতি বছর জানা গিয়েছিল, সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ সিনেমা থেকে তার বাদ পড়ার খবর।

কিছুদিন আগে একই কারণে ‘কাল্কি ২৮৯৮’র সিকুয়েল থেকেও বাদ পড়েন অভিনেত্রী। এতদিন চুপ থাকলেও অবশেষে আট ঘণ্টার শিফট নিয়ে মুখ খুললেন দীপিকা।

সম্প্রতি সিএনবিসি-টিভি১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ভারতীয় চলচ্চিত্রজগৎকে আমরা শিল্প বলি বটে, কিন্তু সত্যিকার অর্থে আমরা কখনো শিল্পের মতো কাজ করিনি।

‘পুরুষ তারকারা বহু বছর ধরেই ৮ ঘণ্টা কাজ করেন’ উল্লেখ করে দীপিকা বলেন, আমি যদি নারী বলে এই দাবি জেদ মনে হয়, তাহলে তাই হোক। কিন্তু এটা তো গোপন কিছু নয় যে ভারতীয় চলচ্চিত্রশিল্পে অনেক পুরুষ সুপারস্টার বছরের পর বছর ধরে দিনে ৮ ঘণ্টা কাজ করছেন। এটা নিয়ে কখনই খবরের শিরোনাম হয়নি।

তিনি আরও বলেন, আমি এখন কারও নাম নিতে চাই না, তবে সবাই জানে- অনেক পুরুষ অভিনেতা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা করে কাজ করেন, সাপ্তাহিক ছুটিতেও তারা কাজ করেন।

দীপিকার মতে, ভারতীয় চলচ্চিত্রশিল্পকে শিল্প বলা হলেও এটি কখনোই সংগঠিতভাবে চলেনি। তার ভাষায়, এই শিল্প খুবই বিশৃঙ্খল। সময় এসেছে এখানে কিছু নিয়মকানুন, পরিকল্পনা আর শৃঙ্খলা আনার।

এদিকে ‘স্পিরিট’ থেকে বাদ পড়ার কারণ দীপিকা শুটিংয়ের সময় প্রতিদিন ৮ ঘণ্টার বেশি কাজ না করার শর্ত দিয়েছিলেন। জানা গেছে, মাতৃত্বের পর তিনি মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত নেন। কিন্তু প্রযোজনা সংস্থা তার অনুরোধ মেনে নেয়নি, ফলে প্রকল্প থেকে সরে দাঁড়ান দীপিকা।

বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত দীপিকা। এতে তিনি ছাড়াও রয়েছেন শাহরুখ খান, সুহানা খান ও অভিষেক বচ্চন। এ ছাড়া তাকে দেখা যাবে অ্যাটলি পরিচালিত নতুন সিনেমায়। যেখানে তার বিপরীতে থাকবেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন।

এনএটি   

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin