অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর

অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর

অবকাশকালীন ছুটির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস হবে আগামী রোববার (১৯ অক্টোবর)।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ, ঢাকার ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ডে (সুপ্রিম কোর্ট মূল ভবনসংলগ্ন বাগান) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

এফএইচ/একিউএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin