নষ্ট হচ্ছে স্মার্টফোনের ব্যাটারি, ঠিক রাখতে যা করবেন

নষ্ট হচ্ছে স্মার্টফোনের ব্যাটারি, ঠিক রাখতে যা করবেন

স্মার্টফোন এখন মানুষের প্রতিদিনের অপরিহার্য সঙ্গী। কিন্তু ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে গেলে সেই ফোন ব্যবহারে ভোগান্তি বেড়ে যায়।

চার্জিংয়ের অভ্যাস অনেকেই ব্যাটারি একেবারে শেষ করে চার্জ দেন কিংবা সবসময় ১০০ শতাংশে ভরে রাখেন। দুটোই ক্ষতিকর। ব্যাটারিকে সবসময় ২০ থেকে ৮০ শতাংশ চার্জের মধ্যে রাখা উচিত। এতে ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়।

অতিরিক্ত চার্জ এড়ানো স্মার্টফোন রাতভর চার্জে লাগিয়ে রাখা অনেকের অভ্যাস। এতে ব্যাটারির ওপর চাপ পড়ে এবং দীর্ঘমেয়াদে ক্ষতি হয়। চার্জ পূর্ণ হলে সংযোগ খুলে ফেলা ভালো।

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা ব্যাটারি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অতিরিক্ত তাপে। সরাসরি রোদে ফেলে রাখা, দীর্ঘসময় গেম খেলা বা ভারী অ্যাপ ব্যবহার করলে ফোন দ্রুত গরম হয়ে যায়। এমন পরিস্থিতি এড়িয়ে চলতে হবে।

আসল চার্জার ব্যবহার অরিজিনাল চার্জার ও ডেটা কেবল ব্যবহার না করলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়। তাই সবসময় ফোনের কোম্পানি অনুমোদিত চার্জার ব্যবহার করাই নিরাপদ।

চার্জ দেওয়ার সময় ব্যবহার না করা চার্জ দেওয়ার সময় ভিডিও দেখা বা গেম খেলার ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়। এতে ব্যাটারির আয়ু কমে যায়। তাই চার্জ চলাকালীন ফোন ব্যবহার এড়িয়ে চলা উচিত।

সফটওয়্যার আপডেট নিয়মিত অপারেটিং সিস্টেম ও অ্যাপ আপডেট করলে ফোনের পারফরম্যান্স ঠিক থাকে। এতে ব্যাটারির ব্যবহারও অনেকটা সাশ্রয় হয়।

পাওয়ার সেভার ব্যবহার প্রয়োজন না হলে লোকেশন, ব্লুটুথ, ওয়াইফাই বন্ধ রাখা এবং পাওয়ার সেভার মোড চালু রাখলে ব্যাটারির খরচ কমে।

এমজে

Comments

0 total

Be the first to comment.

ভিভো ভি৬০ লাইট উন্মোচন Banglanews24 | তথ্যপ্রযুক্তি

ভিভো ভি৬০ লাইট উন্মোচন

ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে গ্রাহকদের জন্য ভিভো নিয়ে এসেছে ভি সিরিজের নতুন সংযোজন ভি৬০ লাইট। থার্ড...

Oct 06, 2025

More from this User

View all posts by admin