নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো ‘Socio Camp XII’ গ্র্যান্ড ফিনালে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো ‘Socio Camp XII’ গ্র্যান্ড ফিনালে

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব (এনএসইউএসএনসি) আয়োজিত বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ আয়োজন ‘Socio Camp XII’ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। গত  রোববার (১৯ অক্টোবর) জাঁকজমকপূর্ণ পরিবেশে এটি আয়োজিত হয়।

দীর্ঘ প্রস্তুতি ও একাধিক ধাপ পেরিয়ে এবারের ফাইনাল রাউন্ড ছিল উৎসবমুখর এবং প্রতিযোগিতামূলক। শুরুতে অংশ নেয় ৬২৪টি দল, যেখান থেকে কঠোর বাছাইয়ের মাধ্যমে মাত্র ৬টি দল জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। প্রতিটি দল তাদের সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে বিচারকমণ্ডলী ও দর্শকদের মুগ্ধ করে।

এবারের আয়োজনে স্পন্সর ছিল Mercedes-Benz x Honda, কো-স্পন্সর হিসেবে ছিল Dheu এবং সহযোগী পার্টনার হিসেবে ছিল Cinnabon ও Royal Enfield।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার ও প্রো-ভাইস চ্যান্সেলর (ইন-চার্জ) অধ্যাপক আবদুর রব খান। তাঁরা শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্ব ও সৃজনশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

এছাড়াও ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মেজবাউল হাসান চৌধুরী, প্রেসিডেন্ট মৌরিন ইসলাম এবং হেড অব মার্কেটিং সাদমান ফেরদৌস ইভেন্টের যাত্রাপথ, সাফল্যের গল্প এবং অংশগ্রহণকারীদের নিবেদন তুলে ধরেন।

ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী দলগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বাস্তবসম্মত ও তাৎপর্যপূর্ণ পরিকল্পনা উপস্থাপন করে।

শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ ও দ্বিতীয় রানার-আপ দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সব মিলিয়ে ‘Socio Camp XII’ ছিল একটি ব্যতিক্রমী, শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক আয়োজন। তরুণদের উদ্যম, সামাজিক দায়বদ্ধতা ও উদ্ভাবনী চিন্তার এই প্ল্যাটফর্ম ভবিষ্যতের পরিবর্তনের দিক নির্দেশনা দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin