নরসিংদীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আটক ৭

নরসিংদীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আটক ৭

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীতে চাঁদা আদায়ে বাধা দেয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এ মামলায় ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মেনহাজুল আলম।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় এ মামলা করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের স্বার্থেই নাম প্রকাশ করা যাচ্ছে না। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, গতকাল সকালে শহরের আরশীনগর এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ে বাধা ও দুই চাঁদাবাজকে আটক করলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের ওপর হামলা চালায় চাঁদাবাজ দুর্বৃত্তরা। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

/টিএমএইচ/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin