নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মাখন দাস, সম্পাদক পলাশ

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মাখন দাস, সম্পাদক পলাশ

নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাস ও সাধারণ সম্পাদক পদে ইউএনবির জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ নির্বাচিত হয়েছেন। 

সকাল ১০টা থেকে ভোটগ্রহণ চলে বিকাল ৩টা পর্যন্ত। বিকাল সাড়ে ৪টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। ৬১ ভোটের মধ্যে ৫৬টি কাস্ট হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কাজী নজরুল ইসলাম। সহযোগী নির্বাচন কমিশনার ছিলেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষক এম.এ মোমেন মিয়া ও খন্দকার মেহেদী হাসান।

সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল ও ইভিনিং নিউজ ও বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি হলধর দাস, সহ-সাধারণ সম্পাদক সাপ্তাহিক সোনালী বাংলাদেশের সম্পাদক ও দৈনিক প্রভাত এর জেলা প্রতিনিধি মো. সোহেল এস হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক নরসিংদীর বাণীর সম্পাদক মো. ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির, দফতর সম্পাদক ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন। কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার সম্পাদক এ টি এম মোস্তফা (বাবর) ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন ভূঁঞা।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin