নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার আর নেই

নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার আর নেই

দেশের অন্যতম গিটারিস্ট সেলিম হায়দার আর নেই। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

খবরটি নিশ্চিত করেছেন ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের বাবু। সেলিম হায়দার নিজে এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

‎জানা গেছে, মাস খানেক আগে প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে সেলিম হায়দারের। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গেল ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় সেলিম হায়দারকে। ২৪ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে ফের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা হাতিরপুল পুকুর পাড় জামে মসজিদে সেলিম হায়দারের জানাজা অনুষ্ঠিত হবে। jwARI.fetch( $( "#ari-image-jw692892bc9891b" ) ); সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট। তবে বেজ, রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস এবং কিবোর্ডেও ছিলেন পারদর্শী। তিনি ফিডব্যাক প্রতিষ্ঠার বাইরেও দেশের প্রায় সকল নন্দিত শিল্পীর সঙ্গেই গিটার বাজিয়েছেন।

সেলিম হায়দারের সংগীত পরিচালনায় দুটি অসামান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ফিডব্যাক’র ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ঐ দূর থেকে দূরে’।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin