নজর কেড়েছে অনীতের অভিজাত পোশাক

নজর কেড়েছে অনীতের অভিজাত পোশাক

ইন্ডিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৫–এর মঞ্চে ঝলমলে উপস্থিতি আর হৃদয়ছোঁয়া বক্তব্যে দর্শকের মন জয় করলেন বলিউডের নতুন প্রজন্মের আলোচিত অভিনেত্রী অনীত পাড্ডা। সিএনএন-নিউজ ১৮ আয়োজিত এই মর্যাদাপূর্ণ আসরে তিনি তার ‘সাইয়ারা’ সহঅভিনেতা অহন পান্ডে’র সঙ্গে যৌথভাবে ‘জেন জেড আইকন অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেন। jwARI.fetch( $( "#ari-image-jw692af2c828b01" ) ); মঞ্চে ওঠার মুহূর্তেই নজর কাড়ে অনীতের অভিজাত পোশাক নির্বাচন। আধুনিক সিলুয়েটের এক ব্যতিক্রমী ড্রেপড করসেট-স্টাইল স্যাটিন টপ এবং বেল্ট দেওয়া মিদি স্কার্টে তাকে দেখা যায় একেবারে অনন্য রূপে। এই বিশেষ পোশাকটি তিনি বেছে নেন জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লাইম স্টোর থেকে। ডাস্টি লিলাক রঙের প্যাস্টেল শেড তার লুককে দিয়েছে কোমলতা ও আভিজাত্যের মিশেল। অফ-শোল্ডার স্ট্র্যাপ, পাশে ড্রেপড গ্যাদারিং এবং নরম স্যাটিন টেক্সচার—সব মিলিয়ে একটি পরিমিত কিন্তু গ্ল্যামারাস উপস্থিতি। jwARI.fetch( $( "#ari-image-jw692af2c828b2d" ) ); আন্ডারস্টেটেড মেকআপ, পরিপাটি হেয়ারস্টাইল আর রঙিন রত্নখচিত হীরার নেকলেসে অনীতের লুক হয়ে ওঠে আরও উজ্জ্বল। আবেগাপ্লুত হাসি আর আত্মবিশ্বাসী ভঙ্গিমা যেন মুহূর্তটিকে আরও বিশেষ করে তোলে। jwARI.fetch( $( "#ari-image-jw692af2c828b4e" ) ); পুরস্কার গ্রহণের সময় অনীত বলেন, এই মঞ্চে এমন সব মানুষদের সঙ্গে জায়গা করে নেওয়া তার জন্য পরম সম্মানের। তিনি তার বাবা–মা, পরিবার, বন্ধুদের পাশাপাশি ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানান। jwARI.fetch( $( "#ari-image-jw692af2c828b6b" ) ); বক্তব্যের এক আবেগঘন মুহূর্তে তিনি মঞ্চেই সহশিল্পী অহন পান্ডেকে ‘বিশ্বের সেরা মানুষদের একজন’ বলে উল্লেখ করেন। তার এই কথা শুনে দর্শকসারিতে উপস্থিত অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। jwARI.fetch( $( "#ari-image-jw692af2c828b89" ) );

Comments

0 total

Be the first to comment.

হয়ে যাক লুচি আর আলুর দম BanglaTribune | জীবনযাপন

হয়ে যাক লুচি আর আলুর দম

‘আশ্বিনে নব আনন্দ, উৎসব নব’। আশ্বিন আসতে না আসতেই বাতাসে গন্ধ, পুজো আসছে। শুরু হতে যাচ্ছে একের পর এক...

Sep 15, 2025
ছবিতে মহাসপ্তমী BanglaTribune | জীবনযাপন

ছবিতে মহাসপ্তমী

চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আজ (১৯ সেপ্টেম্বর) এই উৎসবের দ্বিতীয় দিনে উদয...

Sep 29, 2025

More from this User

View all posts by admin