নিথর দেহে শেষবারের মতো কুষ্টিয়ার পথে ফরিদা পারভীন

নিথর দেহে শেষবারের মতো কুষ্টিয়ার পথে ফরিদা পারভীন

লালন সংগীতের মধ্য দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন। পেয়েছিলেন লাখো ভক্ত শ্রোতার ভালোবাসা।

রোববার (১৪ সেপ্টেস্বর) শেষবারের মতো ফরিদা পারভীন যাচ্ছেন কুষ্টিয়ায়। তবে আগের যাওয়া আর আজকের যাওয়ার মধ্যে যোজন যোজন ফারাক! হ্যাঁ, নিথর দেহে শেষবারের মতো কুষ্টিয়ায় যাচ্ছেন তিনি। লাশবাহী গাড়িতে চড়ে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে রওনা হয়েছেন এই শিল্পী। সঙ্গে রয়েছেন পরিবারের সদস্য ও কিছু আত্মীয়-স্বজন।  

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় প্রয়াত হন দেশের কিংবদন্তী লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। এরপর হাসপাতালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফরিদা পারভীনের শেষ ইচ্ছের বিষয়ে তার সন্তানরা বলেছিলেন, ‘আম্মার ইচ্ছে ছিল নানা-নানীর কবরে শায়িত হবেন। এছাড়া যখন আম্মা মাঝে চলাফেরা করতে পারতেন তখন উনি কুষ্টিয়া যেতে চেয়েছিলেন। কিন্তু আমরা কুষ্টিয়াতে নিয়ে যেতে পারি নাই। এছাড়া তার কোনও উইশ ছিল না। ’

শিল্পীর ইচ্ছে অনুযায়ী কুষ্টিয়া পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরে ফরিদা পারভীনকে শায়িত করা হবে। তবে তার আরেক ইচ্ছে অপূর্ণই রয়ে গেল, জীবদ্দশায় শেষবার যাওয়া হয়নি সেখানে, যাচ্ছে তার নিথর দেহ।  

এর আগে রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা জানান। বৃষ্টির কারণে কিছুটা সময় বিলম্ব করে দুপুর ১২টার পর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় শিল্পীর মরদেহ। এদিন মুষলধারে বৃষ্টি মাথায় নিয়ে প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন অগুণতি মানুষ।

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। জানাজা শেষে লাশবাহী গাড়িতে করে শিল্পীর মরদেহ কুষ্টিয়ায় পথে রওনা হয়েছে।  

ফরিদা পারভীনের মরদেহ কুষ্টিয়া পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কুষ্টিয়া পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরে ফরিদা পারভীনকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

প্রসঙ্গত, ফরিদা পারভীন বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা ও ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। কিডনি ডায়ালাইসিস চলছিল সপ্তাহে দুদিন করে। তবে মাঝেমধ্যে অবস্থার অবনতি হত তার। চলতি বছরে তিন দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে।

সর্বশেষ গেল ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারভীনকে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়ার পরই নিয়ে যাওয়া হয় আইসিইউতে। পরে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়। সেখান থেকে আর ফেরানো গেল না তাকে।

এনএটি  

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin