নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, পরদিন সকালে মৃত্যু বরের

নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, পরদিন সকালে মৃত্যু বরের

নাম তাঁর সংগ্রুরাম। বয়স ৭৫ বছর। একাকী জীবনে নিঃসঙ্গতা পেয়ে বসেছিল। তাই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। কনের বয়স ৩৫ বছরের কম। তবে সঙ্গীর আকাঙ্ক্ষা পূরণ হলেও সঙ্গীর সঙ্গে জীবন কাটানো হলো না সংগ্রুরামের। বিয়ের পরদিন সকালেই মারা যান তিনি।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের জৈনপুর জেলার কুছমুছ গ্রামে। বছরখানেক আগে স্ত্রীকে হারান সংগ্রুরাম। সেই থেকে একাই বসবাস করছিলেন। সন্তানও নেই। কৃষিকাজ করে সময় কাটে। নিঃসঙ্গতা পেয়ে বসায় এ বয়সেও বিয়ের সিদ্ধান্ত নেন।

আত্মীয়রা জানান, সংগ্রুরামকে নতুন করে বিয়ে করতে মানা করেছিলেন অনেকেই। তবে তিনি শুনেননি। অবশেষে গত সোমবার বিয়ের পিঁড়িতে বসেন ৭৫ বছরের এই প্রবীণ। জালালপুরের বাসিন্দা মানভাবতীকে (৩৫) বিয়ে করেন তিনি। গ্রামের মন্দিরে ধর্মীয় রীতি পালন করেন নবদম্পতি।

রাত পেরিয়ে সকাল হতেই হঠাৎ সংগ্রুরামের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিয়ের পরদিন সংগ্রুরামের মৃত্যুর ঘটনা গ্রামে ব্যাপক জল্পনার জন্ম দিয়েছে। কেউ বলছেন, বয়স হয়েছিল, স্বাভাবিক মৃত্যু হয়েছে। আবার কেউ কেউ সন্দেহের চোখে দেখছেন। বলছেন, সামগ্রিক ঘটনায় সন্দেহের অবকাশ রয়েছে। এই মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্ত কিংবা ময়নাতদন্ত করা হবে কি না, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে।

Comments

0 total

Be the first to comment.

৮৬৪ দিনে মোদির ৪৬ দেশ সফর, মণিপুরে থাকলেন মাত্র তিন ঘণ্টা: মোদিকে খোঁচা খাড়গের Prothomalo | ভারত

৮৬৪ দিনে মোদির ৪৬ দেশ সফর, মণিপুরে থাকলেন মাত্র তিন ঘণ্টা: মোদিকে খোঁচা খাড়গের

আড়াই বছর পর তিন ঘণ্টার মণিপুর সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলাধোনা করলেন কংগ্রেস সভাপতি...

Sep 13, 2025

More from this User

View all posts by admin