সারা দেশের ৯৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক গণসংহতি আন্দোলন। এই মনোনীতদের মধ্যে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ অন্তত দশ জন নেতা রয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। এ সময় দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
প্রাথমিক মনোনীতদের মধ্যে ছাত্র ফেডারেশনের সৈকত আরিফ নওগাঁ-৫ আসন, জাহিদ সুজন (নারায়ণগঞ্জ-৫), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু রায়খান খান ব্রাহ্মণবাড়িয়া-৩, ফাতেমা রহমান বিথি (টাঙ্গাইল-৫), আরমানুল হক (কক্সবাজার-১), জিন্নাত আরা সুমু (রাজশাহী-২) প্রমুখ।
দলের সংসদ সদস্য প্রার্থী তালিকায় মনোনীত হওয়া প্রসঙ্গে সৈকত আরিফ বলেন, ‘নওগাঁ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হলেও সব সরকারের আমলে এ জেলা অবহেলিতই থেকেছে। অর্থনৈতিকভাবেও সবসময় পিছিয়ে থেকেছে নওগাঁ।’
তিনি বলেন, ‘আমাদের একজন নেতৃত্ব দরকার, যিনি এ সব বিষয় মাথায় রেখে নওগাঁর মানুষের জন্য কাজ করবেন। আমি নওগাঁর সন্তান হিসেবে সবসময় সেই দায় বোধ করি। তাই আমার পক্ষে যতটুকু ভূমিকা রাখা সম্ভব, সেটা সবসমই করতে চেয়েছি। সে জন্যই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাই।’