আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফরে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। অপরিহার্য কারণ ছাড়া কোনও ধরনের বিদেশ ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে এনবিআর।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো নির্দেশনার ভিত্তিতে আইআরডির সচিব বিষয়টি এনবিআরকে জানিয়ে দেন। পরে এনবিআর তাদের ওয়েবসাইটে বিদেশ ভ্রমণ সংক্রান্ত নতুন বিধিনিষেধের তথ্য প্রকাশ করেছে।
সরকারি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সরকারি নির্দেশনা উপেক্ষা করে একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একসঙ্গে বিদেশ সফরে যান এবং মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিবও একই সময়ে বিদেশে অবস্থান করেন— এমন অভিযোগ পাওয়া যায়। এ ধরনের পরিস্থিতি প্রশাসনিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এবং সরকারি নীতিমালার পরিপন্থী হওয়ায় কঠোর অবস্থান নেয় প্রধান উপদেষ্টার কার্যালয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত শুধুমাত্র একান্ত জরুরি কারণেই বিদেশ ভ্রমণ সম্ভব হবে। ‘অপরিহার্য কারণ’ বলতে চিকিৎসা, তীর্থযাত্রা এবং অত্যাবশ্যক দাপ্তরিক প্রয়োজনকে বোঝানো হয়েছে।
বর্তমানে এনবিআর ও আইআরডিতে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। তাদের সবার জন্য এখন থেকে নতুন বিধিনিষেধ বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।
সরকার মনে করছে, নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক কাজে ধারাবাহিকতা বজায় রাখা এবং অপ্রয়োজনীয় বিদেশ সফর কমানো জরুরি। তাই নির্দেশনা অমান্য করলে পরবর্তী সময়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনাও রয়েছে।