নিম্নচাপের কারণে দুর্গাপুর-মাইথন-পাঞ্চেত ব্যারেজ থেকে পানি ছাড়ল ভারত

নিম্নচাপের কারণে দুর্গাপুর-মাইথন-পাঞ্চেত ব্যারেজ থেকে পানি ছাড়ল ভারত

অক্টোবরের শুরুতেও পশ্চিমবঙ্গের পিছু ছাড়ছে না বৃষ্টি। গভীর নিম্নচাপের জেরে শুক্রবারও (৩ অক্টোবর) লাগাতার বৃষ্টি হয়ে চলেছে কলকাতাসহ বঙ্গের বিভিন্ন জেলায়।

কলকাতার আবহাওয়া অফিসের তথ্য মতে, বঙ্গোপসাগর ও ভূমধ্যসাগরের গভীর নিম্নচাপের ফলে বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায়। ফলে দামোদর নদীর পানির স্তর দ্রুত বেড়েছে। এর জেরেই দুর্গাপুর ব্যারেজ থেকে ৫৯ হাজার ৭৫ কিউসেক পানি এবং মাইথন থেকে ৩২ এবং পাঞ্চেত থেকে ৫০০ কিউসেক পানি ছাড়া হয়েছে।

পশ্চিবঙ্গের দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, জলস্তর এতটাই বৃদ্ধি পেয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে না যায় তাই ব্যারেজ খোলা হয়েছে। যদি বৃষ্টির পরিমাণ আরও বাড়ে দামোদর নদীতে পানিস্তর বাড়বে ফলে ফের আবার পানি ছাড়া কোনো উপায় থাকবে না। এই পরিস্থিতিতে নদী সংলগ্ন নিচু অঞ্চলগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ভুটান ও সিকিমেও বৃষ্টিপাত বাড়ায় তিস্তা নদীতে আচমকা জলোচ্ছ্বাসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোসহ বাংলাদেশে একাংশে।

কলকাতার আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, শুক্রবার ভারী বৃষ্টিতে ভাসতে পারে রাজ্যে দক্ষিণ-পশ্চিম দিকের একাধিক জেলা। অতিভারী বৃষ্টি কারণে কমলা সর্তকতা জারি করা হয়েছে বীরভূম জেলাতে। এ ছাড়া ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতাসহ দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ জেলাতে।

অতি বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পর্যটকদের সর্তকতা জারি করা হয়েছে। দার্জিলিং কালিংপঙসহ উত্তরবঙ্গ এবং সিকিমে আগামী তিন দিন অতিভারী বৃষ্টির কমলার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সমুদ্র উত্তল থাকার কারণে গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

ভিএস/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin