নেত্রকোণায় নৌকা-স্পিডবোট সংঘর্ষ, এক নারী ও ৩ শিশু নিখোঁজ

নেত্রকোণায় নৌকা-স্পিডবোট সংঘর্ষ, এক নারী ও ৩ শিশু নিখোঁজ

নেত্রকোণা করেসপনডেন্ট:

নেত্রকোণার খালিয়াজুরি উপজেলার ধনু নদে একটি যাত্রীবাহী স্পিডভোট ও নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নারী ও তিনজন শিশু নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরপাড়া গ্রামের ধনু নদে এই ঘটনা ঘটে।

নিখোঁজ যাত্রীরা হলেন, জেলার গাজীপুর ইউনিয়নের আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা: লাইলা আক্তার (৭), মোফায়েল মিয়ার মেয়ে উষামনি (৫), শামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১) ও নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)। এছাড়া এ দুর্ঘটনায় তিনজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার খালিয়াজুরি উপজেলার পাঁচহাট গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয় চরপাড়া গ্রামের ধনু নদে একটি মাছধরার নৌকার সঙ্গে স্পিডবোটটি ডুবে যায়। স্পিডবোটটিতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী ছিল। ঘটনার পর অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ রয়েছেন। 

খালিয়াজুরি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব স্বাধীন বলেন, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত স্পিডবোটটি আনা হয়েছিল। এরপর বরযাত্রী রওনা হওয়ার আগ মূহুর্তে ১৫ জন স্পিডবোটে করে ঘুরতে বের হয়। এ সময় এ দুর্ঘটনা ঘটে।

খালিয়াজুরির থানার এসআই মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin