নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা, পুলিশকে জামায়াতের এমপি প্রার্থীর হুঁশিয়ারি

নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা, পুলিশকে জামায়াতের এমপি প্রার্থীর হুঁশিয়ারি

তদন্ত না করে একজন রাজনৈতিক নেতা ও মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা নেওয়ার অভিযোগ তুলে পুলিশকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর ঢাকা-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. নজরুল ইসলাম এই হুঁশিয়ারি দেন। তিনি পুলিশকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে সোজা পথে চলতে বলেন।

গতকাল শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামীর ঢাকার নবাবগঞ্জ শাখার সেক্রেটারি মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে এক পথসভায় নজরুল ইসলাম এ কথা বলেন।

পথসভায় ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এই নেতা বলেন, ‘এ ঘটনায় আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, তাদের ভেরি ক্লিয়ারলি বলেছি, কোনো রাজনৈতিক হীন উদ্দেশ্যে যদি অভিযোগ দায়ের করা হয় এবং তদন্ত ছাড়াই যদি আপনারা তা গ্রহণ করেন, তার কনসিকোয়েন্স (ফলাফল) কিন্তু ভালো হবে না। আমরা প্রশাসনকে বলেছিলাম, কোনো অন্যায়ের কাছে আপনারা মাথা নত করবেন না। যদি সেটা করেন, আমরা কিন্তু তা মেনে নেব না। আমরা দেখতে পেলাম রাতের অন্ধকারে একটি মহলের ইশারায় টাকার বিনিময়ে মাওলানা মোহাম্মদ আলীর মতো একজন আলেমের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হলো।’

নজরুল ইসলাম আরও বলেন, ‘রাজনৈতিক ময়দান শান্ত আছে। শান্ত থাকতে দিন। না হলে পরিণতি ভালো হবে না। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। না হলে আপনারা যাঁরা এর সঙ্গে জড়িত, তাঁদের পেছনের দরজা দিয়ে পালাতে হবে।’

নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সমাবেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin