নেপালের নয়া সরকারপ্রধান সুশীলা কার্কি, নিলেন শপথ

নেপালের নয়া সরকারপ্রধান সুশীলা কার্কি, নিলেন শপথ

নেপালে অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নেপালের রাষ্ট্রপতি ভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রথমবার কোনও নারী সরকারপ্রধান পেলো হিমলয় অঞ্চলের দেশটি। খবর এনডিটিভির।

এর আগে, নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সাথে বৈঠক করেন দেশটির সেনাপ্রধান অশোক রাজ সিন্ডেল ও বিক্ষোভকারী শিক্ষার্থীরা। বৈঠকে জেন-জিদের দাবি মেনে নিয়ে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।

পরে শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। আজ রাত ৯টায় (স্থানীয় সময়) তার শপথ নেয়ার কথা রয়েছে।’

জেন-জিদের আন্দোলনে কেপি শর্মা অলির পদত্যাগে সুশীলা কার্কির প্রধানমন্ত্রীর পদে অসীন হলেন। ইতোমধ্যে গঠন করা হয়েছে ছোট আকারের একটি মন্ত্রিসভা।

সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এ কারণে জেন-জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সুশীলা কার্কি।

/এমএন

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin