নেপালের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ

নেপালের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ

নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে ১-০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ। অনেকটাই নিজেদের ভুলে গোল হজম করে পিছিয়ে থেকে বিরতিতে গেছে জামাল ভূঁইয়ারা।

কানাডা থেকে লিগের খেলা শেষে ঢাকায় ফিরে মাত্র একদিন জামাল ভূঁইয়াদের সঙ্গে অনুশীলন করতে পেরেছিলেন শমিত সোম। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের শুরুর একাদশে তার জায়গা পাওয়া নিয়ে আগেই অনিশ্চয়তা ছিল। অনুমিতভাবে এই মিডফিল্ডারকে বেঞ্চে রেখে হাভিয়ের কাবরেরা বাংলাদেশ দল সাজিয়েছেন।

শমিত না থাকলেও অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশে রয়েছেন। হামজা চৌধুরী যথারীতি খেলছেন শুরু থেকে। চোটের কারণে নেই শেখ মোরসালিনও। হংকং ম্যাচ থেকে পরিবর্তন হয়েছে আরও দুটি।

জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আক্রমণাত্মক ছঁকে শুরু থেকে নেপালকে চেপে ধরে বাংলাদেশ। প্রতিপক্ষের সীমানায় বেশি সময় ধরে খেলা চলেছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। গোলের দেখা পাওয়া যায়নি। জামাল-সাদরা ডেডবল থেকে একাধিক সুযোগ সৃষ্টি করার চেষ্টা করেছে। তাতে করে গোলপিকার কিরণ চেমজংকে ভয় ধরানো যায়নি। হামজাকে কোনও সময় রক্ষণে আগলে খেলতে দেখা গেছে। আবার সুযোগ বুঝে মধ্যমাঠে ফরোয়ার্ডদের সঙ্গে সংযোগ তৈরি করেছেন। তবে ডিবক্স কিংবা আশপাশে হামজাকে কড়া মার্কিংয়ে রেখেছিল নেপালের ফুটবলাররা।

বল দখল কিংবা আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশ বলার মতো সুযোগ তৈরি করেছে ২৬ মিনিটে। সোহেল রানার পাসে ফয়সাল আহমেদ ফাহিম ৬ গজের মধ্যে শট নেওয়ার আগেই গোলকিপার কিরন চেমজং তালুবন্দি করেন।

খেলার ধারার বিপরীতে নেপাল গোল পেয়ে যায়।

২৯ মিনিটে শুমিত শ্রেষ্ঠা বক্সে ঢুকে বুদ্ধিদ্বীপ্ত এক কাটব্যাক থেকে রোহিত চাঁদ বক্সের বাইরে থেকে দৌড়ে এসে অরক্ষিত অবস্থায় নিচু শটে মিতুল মারমাকে হারান। মিতুল শুয়ে পড়েও গোল বাঁচাতে পারেননি। এর আগে সোহেল রানা সহ অন্যরাও পারেননি কিছু করতে পারেনি।

এক গোলে পিছিয়ে থেকে বাংলাদেশের আক্রমণে ধার বাড়ে। তবে কাংখিত গোল আসেনি।

পরের মিনিটে ফাহিমের শট গোলকিপার তালুবন্দী করেন।

৩৭ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে ফাহিম ৬ গজের প্রান্তে গোলকিপারকে সামনে পেয়ে লক্ষ্যে মারলেও এক ডিফেন্ডার পা বাড়িয়ে দিয়ে সুযোগ নস্যাৎ করে দেন।

৪৩ মিনিটে রাকিবের ক্রসে ফাহিমের হেড সোজা কিরণে তালুতে জমা হয়।

বিরতিতে যেতে হয়েছে বাংলাদেশ দলকে ১-০ গোলে পিছিয়ে থেকে। এখন ড্রেসিংরুম থেকে ফিরে এসে স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

 বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin