নারী বিশ্বকাপ: রাজনৈতিক উত্তাপের মাঝেই কলম্বোয় মুখোমুখি ভারত-পাকিস্তান

নারী বিশ্বকাপ: রাজনৈতিক উত্তাপের মাঝেই কলম্বোয় মুখোমুখি ভারত-পাকিস্তান

পুরুষদের এশিয়া কাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই ক্রিকেট বিশ্ব আরও একটি ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনায় ভাসছে। আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এর মঞ্চে আজ ঘণ্টাদুয়েক পরেই কলম্বোয় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯ রানের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ভারতীয় দল দারুণ ছন্দে রয়েছে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হতাশাজনকভাবে হেরেছে পাকিস্তান।

নারী ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড এক কথায় নিখুঁত। এখন পর্যন্ত চারবারের সাক্ষাতে প্রতিবারই জয় পেয়েছে ভারত। এই পরিসংখ্যান মাথায় রেখেই আজ মাঠে নামছে হারমানপ্রীত কৌরের দল।

ম্যাচের আগে উত্তাপ এবং দলের মানসিকতা নিয়ে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে হারমানপ্রীত বলেন, ‘আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখেই বড় হয়েছি এবং সবসময় এমন ম্যাচের অংশ হতে চেয়েছি। আমরা এটাকে অন্য যেকোনো ম্যাচের মতোই দেখি এবং নিজেদের খেলায় মনোযোগ ধরে রাখার চেষ্টা করি। ’

অন্যদিকে, স্মৃতি মান্ধানা এই ম্যাচের পারিপার্শ্বিক চাপকে উপভোগ করার কথা জানান। তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের আবহ সবসময়ই খুব উত্তেজনাপূর্ণ থাকে; স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে। সকাল থেকে যতজনের সঙ্গে দেখা হয়, সবাই জেতার কথা বলে। এই ধরনের পরিবেশ অনেক সময় আপনার সেরাটা বের করে আনে। আমি এবং আমার সতীর্থরা এটা দারুণভাবে উপভোগ করি। ’

দলের অলরাউন্ডার দীপ্তি শর্মার মতে, অন্য ম্যাচের তুলনায় ভারত-পাকিস্তান ম্যাচের ‘গুরুত্ব এবং উত্তেজনা’ অনেক বেশি। তিনি যোগ করেন, ‘আমরা এই লড়াইয়ের জন্য মুখিয়ে থাকি এবং ওদের মুখোমুখি হওয়ার সময় সবসময় নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকি। ’

এদিকে, সাম্প্রতিক সময়ে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার আবহে সম্প্রীতির বার্তা দিয়েছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। ২০২২ বিশ্বকাপের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘২০২২ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর পুরো ভারতীয় দল আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। তারা যেভাবে আমাদের সঙ্গে মিশেছে এবং উদযাপন করেছে, তা সত্যিই বিশেষ ছিল। তখনই আমি অনুভব করি যে তাদের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক রয়েছে। ’

তিনি ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের প্রশংসাও করেন। ফাতিমা বলেন, ‘হারমানপ্রীত কৌর নিঃসন্দেহে একজন অভিজ্ঞ এবং সিনিয়র খেলোয়াড়। তিনি যেভাবে দলকে এগিয়ে নিয়ে যান, তা প্রশংসার যোগ্য। তিনি একজন প্রভাবশালী খেলোয়াড়; প্রয়োজনের সময় আক্রমণ করতে পারেন, আবার রক্ষণাত্মক খেলতেও পারেন এবং মাঠে তার অবদান অনেক। ’

ভারতের বিপক্ষে রেকর্ড ভালো না হলেও পাকিস্তান অধিনায়ক এটিকে চাপ হিসেবে দেখছেন না। তার মতে, রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। তিনি বলেন, ‘প্রথমত, ভারত ও পাকিস্তানের মধ্যে যা রেকর্ড আছে, তা ভাঙার জন্যই তৈরি হয়। এমন নয় যে পাকিস্তান তাদের বিপক্ষে কখনও জিতবে না। আমরা ভালো ক্রিকেট খেলায় বিশ্বাস করি, প্রতিপক্ষ যেই হোক না কেন। তাই আমরা অতীতের ইতিহাস নিয়ে ভাবব না; আমরা শুধু ম্যাচের দিনের ওপর মনোযোগ দেব। আমরা আমাদের পরিকল্পনাগুলো ভালোভাবে কার্যকর করার চেষ্টা করব। ’

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin