নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ছয় জন দগ্ধ

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ছয় জন দগ্ধ

নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) রাতে বন্দর থানার মদনগঞ্জ এলাকায় মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ফেনীর নাহিদ হাসান (২২), পাবনার কামাল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)। দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. রহিম জানান, সন্ধ্যা ৭টার দিকে কারখানায় বয়লার বিস্ফোরণ হলে তারা ছয় জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘ছয় জনই দগ্ধ হয়েছেন এবং শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ড্রেসিং চলছে। এর মধ্যে নাহিদের ৪০ শতাংশ, কামালের ২৬ শতাংশ, তাইজুলের ১২ শতাংশ, ফেরদৌদের ১০ শতাংশ, তোরাবের ১৬ শতাংশ এবং আতিকুরের ২৭ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘সিমেন্ট কারখানার বয়লার রুমে চুল্লিতে কয়লা দেওয়ার সময় উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজন শ্রমিকের গায়ে পড়ে। এতে ছয় জন শ্রমিক দগ্ধ হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বাংলা ট্রিবিউন কে বলেন, ‘কয়লার আগুনে ছয় জন দগ্ধ হয়েছেন বলে শুনেছি। তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে পাঠিয়েছে কারাখানা কর্তৃপক্ষ।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin