না ফেরার দেশে জনপ্রিয় আম্পায়ার ‘ডিকি’ বার্ড

না ফেরার দেশে জনপ্রিয় আম্পায়ার ‘ডিকি’ বার্ড

না ফেরার দেশে পাড়ি জমালেন ক্রিকেট ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় আম্পায়ার হ্যারল্ড ‘ডিকি’ বার্ড। ৯২ বছর বয়সে নিজের বাসায় পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ইয়র্কশায়ারের সভাপতি। খবর দ্য টেলিগ্রাফের।

১৯৩৩ সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ারের বার্নসলিতে জন্ম বার্ডের। সেখানকার কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে ১৯৫৬ সালে ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন।

১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত ইয়র্কশায়ার ও লিস্টারশায়ারের হয়ে মোট ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে অবসর নেন। এরপর বেছে নেন আম্পায়ারিং। তিনটি বিশ্বকাপ ফাইনালসহ ৬৬টি টেস্ট ও ৬৯টি ওয়ানডেতে আম্পায়ারিং করেন বার্ড।

ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ১৯৮৬ সালে ‘এমবিই’ ও ২০১২ সালে ‘ওবিই’ সম্মান পান তিনি। সর্বজন শ্রদ্ধেয় আম্পায়ার হিসেবে অসামান্য খ্যাতি কুড়িয়েছিলেন এই কিংবদন্তি।

/এএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin