ময়মনসিংহে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় সময় পেছানোর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা- ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে বাকৃবির জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, বিকাল ৫টার দিকে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় সময় পেছানোর দাবিতে বিসিএস পরীক্ষার্থীরা জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে। এতে ঢাকা- ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় ট্রেন বন্ধ রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরীক্ষার্থীরা বোঝালেও তারা রেলপথ থেকে সরছে না।

এর আগে গত শনিবার (২২ নভেম্বর) ও রবিবার (২৩ নভেম্বর) একই দাবিতে একই এলাকায় রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin