মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজার প্লাবিত

মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজার প্লাবিত

ভারী বৃষ্টি ও উজানের পানিতে ফেনীতে মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুর থেকে ফুলগাজী পুরোনো পশুর হাট-সংলগ্ন স্লুইস গেট দিয়ে পানি প্রবেশ করে। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের আংশিক অংশ ও বেশকিছু দোকানপাটে পানি প্রবেশ করে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের উজানের পানিতে সকাল থেকে নদীর পানি বেড়েছে। বিপৎসীমার ১২ সেন্টিমিটারের মধ্যে এদিন রাত ৯টার দিকে নদীর পানি ১১ দশমিক ৫১ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছে। বেলা বাড়ার সঙ্গে পানি কিছুটা কমেছে।

শাহেদ হোসেন নামে বাজারের এক ব্যবসায়ী বলেন, ফুলগাজী বাজারে ফ্লাডওয়াল, স্লুইসগেট ও পানি নিষ্কাশনে ড্রেনেজ নির্মাণ সঠিকভাবে না করায় প্রতিবছরের মতো এবারও মুহুরী নদীর পানি বাজারে ঢুকেছে। নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও বাজার প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজের কারণে একই চিত্র বারবার পুনরাবৃত্তি হচ্ছে।

ফুলগাজী বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম বলেন, বারবার বন্যার ক্ষতি কাটিয়ে উঠার আগেই আমাদের একই চিত্র দেখতে হয়। সময় বদলালেও আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। এবারও দোকানপাটে পানি ঢুকে মালামাল নষ্ট হচ্ছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ব্যবসায়ীরা আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন বলেন, রাত ৮টার পর থেকে নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে পানি বাড়লে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কিছু অংশে ভাঙনের শঙ্কা রয়েছে। এ বিষয়ে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

এ ব্যাপারে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেন, যে স্থান দিয়ে পানি প্রবেশ করছে তা এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। বাজারের কিছু অংশে এখনো পানি রয়েছে। নদীর পানি কমলে এ সমস্যা থাকবে না।

আবদুল্লাহ আল-মামুন/এমআইএইচএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin