মুদিদোকানে ভালুকের হানা

মুদিদোকানে ভালুকের হানা

যুক্তরাষ্ট্রে একটি মুদিদোকানে আচমকাই হাজির হলো এক অপ্রত্যাশিত ক্রেতা—একটি কালো ভালুক। দোকানের স্বয়ংক্রিয় দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে সেটি। আতঙ্কে মুহূর্তেই চারপাশে ছোটাছুটি শুরু করেন অধিকাংশ ক্রেতা–কর্মচারী। কেউ কেউ দৃশ্যটি মুঠোফোনে ধারণও করেন।

অ্যারিজোনা অঙ্গরাজ্যের দক্ষিণে ওরো ভ্যালির ফ্রাই’স নামের দোকানে ঘটেছে এ ঘটনা। গত সপ্তাহান্তে এ এলাকার আশপাশে ভালুকটিকে কয়েকবার দেখা গিয়েছিল। গত সোমবার সকালে সেটিকে দোকানের পেছনে ঘুরতে দেখা যায়। একপর্যায়ে স্বয়ংক্রিয় দরজার সামনে আসে এবং ভেতরে প্রবেশ করে।

ভেতরে ঢুকেই ভালুকটি ছোটাছুটি শুরু করে। এক ক্রেতার তোলা ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দোকানের ভেতর ভালুকটিকে খুঁজছেন। তিনি কিছুক্ষণ ফোনের দিকে তাকানোর পর চোখ তুলতেই দেখেন, ভালুকটি তাঁর একেবারে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে। এরপর সেটি দৌড়ে সরে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দোকানে থাকা লোকজনকে সাবধানে বের করে নিয়ে আসে। ওই ঘটনায় সৌভাগ্যক্রমে কেউ আহত হননি এবং দোকানেরও ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে দোকান থেকে বেরিয়েই ভালুকটি চোখের আড়ালে মিলিয়ে যায়।

স্থানীয় পুলিশ মুখপাত্র ড্যারেন রাইট বলেন, ‘ওরো ভ্যালিতে মাঝেমধ্যে মরু এলাকা থেকে ভালুক চলে আসে। তবে কোনো ভালুকের দোকানে ঢুকে পড়া—এমন অভিজ্ঞতা আমাদের জন্য একেবারেই নতুন।’

এ ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে কৌতুক আর আলোচনার ঝড় ওঠে। কেউ বলেন, ‘বোধ হয় ফলমূল কিনতে এসেছিল ভালুকটি!’ কিন্তু বিভিন্ন সমস্যার কারণে মানুষের বসতি আর বন্য প্রাণীর আবাসস্থলের সীমারেখা যে ক্রমে ভঙ্গুর হয়ে পড়ছে, এ ঘটনা তা–ই আবার মনে করিয়ে দিল।

হয়তো ক্ষুধার টানেই ভালুকটি দোকানে প্রবেশ করেছিল। এতে করে উভয় পক্ষই কিছুটা উপায়হীন ও আতঙ্কিত হয়েছে। একদিকে হঠাৎ মানুষের ভিড় ও অচেনা পরিবেশে এসে ভালুকটি যেমন উপায়হীন হয়ে পড়েছিল, তেমনি উপস্থিত মানুষজনও আতঙ্কিত হয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে স্থানীয় কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে। দোকানের আশপাশে বন্য প্রাণীর প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ এবং দ্রুত সাড়া দিতে সক্ষম বিশেষ টিম গঠন করা যেতে পারে। বন্য প্রাণীদের বাস্তুতন্ত্র ধ্বংস করাও বন্ধ করতে হবে।

Comments

0 total

Be the first to comment.

শাটডাউন আলোচনা ব্যর্থ হলে সরকারি কর্মীদের গণহারে ছাঁটাইয়ের হুমকি ট্রাম্প প্রশাসনের Prothomalo | যুক্তরাষ্ট্র

শাটডাউন আলোচনা ব্যর্থ হলে সরকারি কর্মীদের গণহারে ছাঁটাইয়ের হুমকি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কর্মীদের ব্যাপক হারে ছাঁটাই করা হতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউ...

Oct 06, 2025
যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা সংক্রান্ত চুক্তি নিয়ে ওয়াশিংটন–বেইজিং সমঝোতা Prothomalo | যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা সংক্রান্ত চুক্তি নিয়ে ওয়াশিংটন–বেইজিং সমঝোতা

যুক্তরাষ্ট্রে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিষয়ে ওয়াশিংটন ও বেইজি...

Sep 16, 2025
দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই শুরু: হোয়াইট হাউস Prothomalo | যুক্তরাষ্ট্র

দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই শুরু: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই ‘আসন্ন’ এবং তা দুই দিনের মধ্যে শুরু হতে পারে বলে জা...

Oct 02, 2025

More from this User

View all posts by admin