কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর মতিঝিলে ঝটিকা মিছিল করেছে। পরে স্থানীয়দের সহায়তায় মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিলকুশায় বিডিবিএল ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একটি ঝটিকা মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল হঠাৎ মিছিল বের করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকে। স্থানীয়রা ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এসসি/এমজে