প্রশ্ন: মসজিদের পাশে মসজিদের চেয়ে উঁচু ভবন নির্মাণ করা কি নিষিদ্ধ?
উত্তর: মসজিদের পাশে মসজিদের চেয়ে উঁচু ভবন নির্মাণ করা মসজিদের সম্মান-পরিপন্থি বিষয় নয়। এ ব্যাপারে কোরআন-হাদিসে কোনো নিষেধাজ্ঞাও বর্ণিত হয়নি। তাই মসজিদের পাশে মসজিদের চেয়ে উঁচু ভবন নির্মাণ করা নিষিদ্ধ হওয়ার কোনো কারণ নেই।
ইসলামে সবচেয়ে সম্মানিত ও গুরুত্বপূর্ণ মসজিদ মক্কার মসজিদুল হারামের আশেপাশে মসজিদুল হারামের চেয়ে উঁচু উঁচু ভবন রয়েছে। এটাকে আলেমগণ মাসজিদুল হারামের সম্মান-পরিপন্থি মনে করেননি।
মসজিদের সম্মান রক্ষায় যেসব কাজ থেকে বিরত থাকবেন
ইসলামে মসজিদ অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ নিদর্শন। কোরআনে আল্লাহ মসজিদকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন এবং মসজিদ আবাদকারীদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, একমাত্র তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে, সালাত কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায়, ওরা হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। (সুরা বাকারা: ১৮)
মসজিদের মর্যাদা রক্ষা করা মুসলমানদের কর্তব্য ও তাকওয়ার দাবি। কোরআনে আল্লাহ বলেছেন, এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটাতো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ। (সুরা হজ্জ: ৩২)
তাই মসজিদের অসম্মান হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকা আবশ্যক। নিচে কিছু কাজের কথা বলছি যেগুলো মসজিদের আদব রক্ষায় এড়িয়ে চলা জরুরি:
১. মসজিদে উচ্চস্বরে কথা বলা, অকারণ হৈচৈ বা ঝগড়া করা।
২. মসজিদে বেচাকেনা করা, ব্যবসার বিজ্ঞাপন লাগানো বা ক্রয়-বিক্রয়ের ঘোষণা দেওয়া।
৩. মসজিদে দুর্গন্ধযুক্ত খাবার (যেমন কাঁচা পেঁয়াজ, রসুন) খেয়ে আসা।
৪. যে কোনোভাবে মসজিদ অপবিত্র বা নোংরা করা।
৫. নামাজের সময়ে মোবাইল ফোনে উঁচু আওয়াজে রিংটোন বাজতে দেওয়া।
৬. মসজিদের পানি, বিদ্যুত বা অন্যান্য সম্পদ নষ্ট বা অপচয় করা ইত্যাদি।
কোরআনে আল্লাহ তাআলা মসজিদকে মর্যাদায় সমুন্নত করার ও মসজিদে তার নাম স্মরণ করার নির্দেশ দিয়েছেন এবং মসজিদে ইবাদতকারীদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যেসব গৃহকে মর্যাদায় সমুন্নত করতে এবং তাতে তাঁর নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন ব্যক্তিরা যাদেরকে ব্যবসা-বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম ও জাকাত প্রদান থেকে বিরত রাখেনা, তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ বিপর্যস্ত হয়ে পড়বে। (সুরা নুর: ৩৬, ৩৭)
ওএফএফ/এএসএম