রাজধানীর মোহাম্মদপুরে একটি স্কুলে দুর্বৃত্তদের নিক্ষেপ করা দুটি পেট্রোল বোমার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪ মিনিটের দিকে ইকবাল রোডের প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত স্কুলটির সামনে আসে। কিছুক্ষণ অবস্থান করার পর তারা পরপর দুটি পেট্রোল বোমা স্কুলের গেট ও টিনের ছাউনির দিকে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে দুটি মোটরসাইকেল এসে রাউন্ড দিয়ে থামে। চালকদের মাথায় হেলমেট ছিল, আর পিছনে বসা দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ।
এক পর্যায়ে মোটরসাইকেল থেকে নেমে একজন পেট্রোল বোমায় আগুন ধরিয়ে স্কুল লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যেই তারা মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি বলেন,“প্রিপারেটরি স্কুলটির গেটের ওপরে টিনের সেটের দিকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি, তবে তদন্ত চলছে।”
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত নাশকতা বলে দাবি পুলিশের। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হলেও, পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।