যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে যিশুখ্রিস্ট অব ল্যাটার-ডে সেইন্টস চার্চে গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।
৪০ বছর বয়সী হামলাকারী থমাস জেকব স্যানফোর্ড, যিনি কাছের বার্টন শহরের বাসিন্দা, তিনিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার জরুরি ফোনকল আসার মাত্র আট মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গুলি করে হত্যা করে বলে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনিয়ে জানান।
এমকেআর