মিরপুরের আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি, রয়েছে শঙ্কা

মিরপুরের আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি, রয়েছে শঙ্কা

রাজধানীর মিরপুরের কারখানা ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও পুরোপুরি নেভেনি। কেমিক্যাল থেকে আবারও আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহেদ কামাল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কেমিক্যাল থাকায় এখনও ধোঁয়া দেখা যাচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কেমিক্যালের আগুন অন্য আগুনের মতো দ্রুত নিভবে না। এক্ষেত্রে সময় লাগতে পারে। কেমিক্যাল দুর্ঘটনায় প্রটোকল মেনে কাজ করতে হয়। আগামীকাল বুয়েটের প্রতিনিধি দলের ঘটনাস্থলে আসবে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার প্রচার ও নির্দেশনা দেওয়ার পরও কেমিক্যাল গুদাম স্থাপনের বিষয়ে সতর্কতা মানা হচ্ছে না।এই ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না। ভবনটির কাঠামো দেখে মনে হচ্ছে বিল্ডিং কোড অনুসরণ করা হয়নি।

এর আগে, মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেয়া হয়েছে। ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ শনাক্ত সম্ভব নয়। এছাড়া, এ ঘটনায় দগ্ধ তিনজনকে জাতী বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর হঠাৎ করে কারখানায় বিস্ফোরণ ঘটে। এ সময় মুহূর্তেই আগুন পাশে থাকা রাসায়নিকের গোডাউনেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এরপর তাদের সাথে সহায়তায় যোগ দেন পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র‍্যাব ও বিজিবি।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin